নিচের অপশন গুলা দেখুন
- নাম ধাতু
- প্রযোজক ধাতু
- কর্মবাচ্যের ধাতু
- সংযোগমূলক ধাতু
সংযোগমূলক ধাতুঃ
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাতক অব্যয়ের সাথে কর্, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাই সংযোগমূলোক ধাতু।
যোগ (বিশেষ্য) + কর্ (ধাতু) = \'যোগ কর\' (সংযোগমূলোক ধাতু।
বাক্যঃ তিনের সঙ্গে পাঁচ যোগ করো।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।