সঠিক উত্তর হচ্ছে: মেধা + বিন
ব্যাখ্যা: ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হল মেধা+ বিন\nধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে।\nযেমন- রাঁধ + উনি= রাঁধুনি, ডুব+ অন্ত = ডুবন্ত।\nশব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে।\nযেমন- মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক= বার্ষিক। ‘বিন’ (-বী) প্রত্যয়টি ‘আছে’ অর্থে যুক্ত হয়। ‘বিন’ প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ ‘বী’ স্ত্রীলিঙ্গে ‘বিনী’ এবং সমাসে পূর্বপদে হলে ‘বি’ হয়। যেমন- মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।