সঠিক উত্তর হচ্ছে: হুমায়ূন আজাদ
ব্যাখ্যা: কফিনে মোড়া অশ্রুবিন্দু হুমায়ূন আজাদ রচিত কাব্যগ্রন্থ। এটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়। হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, যতোই গভীরে যায় ততই মধু, যতোই উপরে যায় ততই নীল, পেরোনোর কিছু নেই, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়। (সূত্রঃ Hello BCS লেকচার)