নিচের অপশন গুলা দেখুন
- খাগড়াছড়ি
- বান্দরবান
- রাঙ্গামাটি
- কক্সবাজার
\'\'ম্রাইমা\' শব্দ থেকে মারমা শব্দটির উৎপত্তি। মারমারা \'মগ\' নামেও পরিচিত।
মারমা নৃগোষ্ঠী বাংলাদেশের একটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের অধিকাংশই পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাস করে। সংখ্যার দিক থেকে মারমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের - দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী বাংলাদেশে মারমা নৃগোষ্ঠীর ২,০২,৯৭৪ জন মানুষ বসবাস করেন।
মারমারা মূলত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে। তিন পার্বত্য জেলায় তাদের বসবাস পরিলক্ষিত হলেও - মূল জনগোষ্ঠীর অধিকাংশ - বান্দরবান জেলায় বসবাস করে। এর বাইরে পটুয়াখালি ও কক্সবাজার জেলাও তারা বসবাস করে।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)