সঠিক উত্তর হচ্ছে: মোটা
ব্যাখ্যা: মোটা- দেশি শব্দ। আধ, বাছা- তদ্ভব শব্দ। খিদে হলো অর্ধ- তৎসম শব্দ। কিছু দেশি শব্দের উদাহরণ- ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা, চঙ্গ, চাউল, ছাই, ঝাল, ঝোল, ঠাটা, ডাগর প্রভৃতি।