সঠিক উত্তর হচ্ছে: অনুদৈর্ঘ্য তরঙ্গ
ব্যাখ্যা: শব্দ (ইংরেজি: Sound) এক ধরনের শক্তি । এই শক্তি সঞ্চালিত হয় শব্দ-তরঙ্গের মাধ্যমে । শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ । কোনো মাধ্যমের কণাগুলোর বা স্তরসমূহের সংকোচন ও প্রসারণের সৃষ্টির মাধ্যমে এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় ।