সঠিক উত্তর হচ্ছে: তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
ব্যাখ্যা: ব্যাখ্যা: সরল বাক্যের নিয়মানুসারে যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরলবাক্য বলে। কাজেই এ নিয়মানুসারে (ঘ) উত্তরটি সঠিক । এ বাক্যটিকে জটিল বাক্যে রুপান্তর করলে হবে \'যদি তুমি অধম হও, তবুও আমি উত্তম হবো না কেন?