সঠিক উত্তর হচ্ছে: লেজার প্রিন্টার
ব্যাখ্যা: আমাদের মনে একটি ধারণা আছে ,প্রিন্টার তরল কালার ব্যবহার করে কাগজের উপর নির্দিষ্ট অক্ষর গুলি ছাপে। কিন্তু যদি লেজার প্রিন্টারে কথায় আসা হয়, লেজার প্রিন্টারে কোনো কালির ব্যবহার হয়না তার পরিবর্তে পাউডারের ব্যবহার করা হয়।” লেজার ” কথাটি শুনেই আমরা বুঝতে পারছি লেজার আলো বা বিম ব্যবহার করা হয়। আসলে এই প্রিন্টারে লেজার ব্যবহার করে পাউডার দিয়ে কাগজের উপর ছাপা হয়ে থাকে। প্রিন্টিং এর গুণগত মানের দিক থেকে এটিই সবচেয়ে ভাল প্রিন্টার\n[সোর্সঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ-উন্মুক্ত]