সঠিক উত্তর হচ্ছে: একশেষ দ্বন্দ্ব
ব্যাখ্যা: আমরা ( সে তুমি ও আমি) একশেষ দ্বন্দ সমাস। আবার নিত্য সমাসও হয়। যে সমস্ত পদে ব্যাস বাক্যের একাধিক শব্দ এক পদে লুপ্ত থাকে তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। আবার যে সমাসে সমস্যমান পদ্গুলো একসঙ্গে থাকে, ব্যাসবাক্য হয় না, তাকে নিত্য সমাস বলে। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]