সঠিক উত্তর হচ্ছে: উচ্ছ্বাস
ব্যাখ্যা: যে সমীভবনে পারস্পরিক প্রভাবে উভয় ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাকে অন্যোন্য সমীভবন বলে। অর্থাৎ পূর্ববর্তী ও পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরস্পরকে প্রভাবিত করে উভয়ে রূপান্তরিত হয়ে সাম্য লাভ করে। যেমনঃ বৎসর > বচ্ছর। পাশাপাশি অবস্থিত “ৎ” এবং ‘স’ পরস্পরকে প্রভাবিত করে যথাক্রমে \'চ\' ও \'ছ\' হয়েছে। একইভাবেঃ উৎশ্বাস > উচ্ছ্বাস, মহোৎসব > মোচ্ছব, চিকিৎসা > চিকিচ্ছা, বিশ্রি > বিচ্ছিরি, কুৎসিত > কুচ্ছিত, উৎসন্ন > উচ্ছন্ন ইত্যাদি ।