সঠিক উত্তর হচ্ছে: কৃপার শাস্ত্রের অর্থভেদ
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা মনোএল দ্যা আসসুম্পসাঁউ। তার রচিত গ্রন্থ দুটি গ্রন্থ ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়েছিল। গ্রন্থ দুটি হলোঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ ও ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোর্তুগীজ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।