সঠিক উত্তর হচ্ছে: রেড আর্মি
ব্যাখ্যা: খেমাররুজদের রেড আর্মি বা লাল ফৌজ নামে ডাকা হয় প্রায় ই। খেমাররুজদের উত্থাম কম্বোডিয়ায়। এরা উগ্র কমউনিস্ট পন্থী গেরিলা সংগঠন হিসাবে পরিচিত। খেমার দের প্রধান নেতার নাম ব্রাদার নাম্বার ওয়ান পলপট। খেমাররুজরা ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো। ১৯৭৯ সালে ভিয়েতনামের আক্রমণে এদের পতন হয়।[তথ্যসূত্রঃদৈনিক প্রথম আলো]