সঠিক উত্তর হচ্ছে: নেলসেন মেন্ডেলা
ব্যাখ্যা: দক্ষিন আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রসিডেন্ট নেলসন মেন্ডেলাকে \'আফ্রিকার গান্ধী\' বলা হয়। বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে তিনি ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুষ্কার লাভ করেন। তিনি দেশটিতে সবচেয়ে বেশি পরিচিত \'মাদিবা\' নামে।