নিচের অপশন গুলা দেখুন
- জাহান্নাম হইতে বিদায়
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- ক্রীতদাসের হাসি
শওকত ওসমান রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস - ক্রীতদাসের হাসি।
- এটি একটি রূপক ও প্রতীকী উপন্যাস। পাকিস্তানি সরকারকে বাগদাদের বাদশা হারুন-অর-রশিদের রূপকে দেখানো হয়েছে।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- সমাগম
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান
- জাহান্নাম হইতে বিদায়
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- পতঙ্গ পিঞ্জর
- রাজসাক্ষী
- জলাংগী
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।