সঠিক উত্তর হচ্ছে: প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ছূটে আসে
ব্যাখ্যা: মহাকাশে মাঝে মাঝে ধূমকেতুর আবির্ভাব ঘটে। এর মাথা ও একটি লেজ আছে। কিছুদিনের জন্য উদয় হয়ে আব্র অদৃশ্য হয়ে যায়। সূর্যের অনেক দূর দিয়ে এরা প্রদক্ষিণ করে, সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। এদের লেজ সূর্যের কাছাকাছি আসলে লম্বা হতে থাকে। অনেক দীর্ঘ পথে সূর্যকে পরিক্রমণ করে। তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ - ৯ম ১০ম শ্রেনী