সঠিক উত্তর হচ্ছে: ক্রিপস মিশন
ব্যাখ্যা: উল্লিখিত অপশনসমূহের মধ্যে সবার শেষের ঘটনা হলো ক্রিপস মিশন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সহায়তা লাভে উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ক্যাবিনেট মন্ত্রী স্ট্যাফোর্ট ক্রিপসের নেতৃত্বে ১৯৪২ সালের ২৩শে মার্চ ভারতে একটি প্রতিনিধি দল পাঠায়। এই প্রতিনিধি দলটিই ‘ক্রিপস মিশন’ নামে পরিচিত।
এতে ভারতীয়দের জন্যে নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ হয়।
অন্যদিকে,
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড : ১৯১৯ সালে
- সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হয় : ১৯৩২ সালে
- লাহোর প্রস্তাব পেশ করা হয় : ১৯৪০ সালে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)