সঠিক উত্তর হচ্ছে: সেলিম আল দীন
ব্যাখ্যা: কিত্তনখোলা নাটকটির রচয়িতা সেলিম আল দীন।তিনি বাংলা ভাষার আধুনিককালের অন্যতম নাট্যকার।তার রচিত অন্যান্য নাটকগুলো হল:মুনতাসির ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, জন্ডিস ও বিবিধ বেলুন, চাকা, হাতহদাই, বনপাংশুল ইত্যাদি।কিত্তনখোলা নাটক অবলম্বনে চলচ্চিত্রকার আবু সাইয়ীদ চলচ্চিত্র নির্মাণ করেনচলচ্চিত্রটি ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]