সঠিক উত্তর হচ্ছে: শেনজেন চুক্তি
ব্যাখ্যা: ইউরোপের বিভিন্ন দেশে ভিসামুক্ত বা একটিমাত্র হিসেবে ব্যবহার করে সবগুলো দেশের চলাচলের অনুমতি শেনজেন চুক্তি নামে পরিচিত। এটি স্বাক্ষরিত হয় শেনজেন, লুক্সেমবার্গ। শেনজেন চুক্তি ১৯৮৫ সালের জুন মাসে মাত্র পাঁচটি রাজ্যে স্বাক্ষরিত হয়: বেলজিয়াম, জার্মানি, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং ফ্রান্স। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালে । সেনজেন চুক্তির উদ্ভব হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর বাইরে ,আমস্টারডাম চুক্তি এটিকে ১৯৯৯ সালে EU আইনের মধ্যে নিয়ে আসে। [Source: wwww.wikipedia.org]