সঠিক উত্তর হচ্ছে: সুফিয়া কামাল
ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান মহিলা কবি সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ গুলো হলো- সাঁঝের মায়া, মায়া কাজল, অভিযাত্রিক, মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ, মোর যাদুবের সমাধি পরে ইত্যাদি। গল্পগ্রন্থঃ কেয়ার কাঁটা। শিশুতোষ গ্রন্থঃ ইতল বিতল, নওল কিশোরের দরবারে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]