সঠিক উত্তর হচ্ছে: বিষ্ণু দে
ব্যাখ্যা: বিষ্ণু দে একজন বিখ্যাত বাঙালি কবি লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ১৯৭১ সালে তার স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন।\"সাহিত্যপত্র\" পত্রিকাটির প্রকাশক বিষ্ণু দে।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]