সঠিক উত্তর হচ্ছে: প্রভাকর
ব্যাখ্যা: অর্ক\' শব্দের সমার্থক শব্দ প্রভাকর। এছাড়া অর্ক শব্দের আরো সমার্থক শব্দ— সূর্য, ভাস্কর, রবি, তপন, সবিতা, দিনেশ, দিনমণি, দিননাথ, কিরণমালী, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, মিহির মিত্র, দিনপতি, বালার্ক, বিভাকর ইত্যাদি। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]