সঠিক উত্তর হচ্ছে: 39
ব্যাখ্যা: সংখ্যাটি 57 হলে অংকদ্বয় স্থান বিনিময় করার পর হয় 75 এবং পার্থক্য (75-57) = 18 সংখ্যাটি 39 হলে অংকদ্বয় স্থান বিনিময় করার পর হয় 93 এবং পার্থক্য (93 - 39) = 54 অংক দুটির যোগফল (9 + 3) = 12, যা অংকের শর্তকে সিদ্ধ করে।
\n∴ নির্ণেয় সংখ্যা 39 /