সঠিক উত্তর হচ্ছে: মায়ানমার
ব্যাখ্যা: ইনসেন নামক কারাগারকে বার্মার “সবচেয়ে অন্ধকার অংশ” হিসেবে চিহ্নিত করা হয়। এটি বার্মার দক্ষিণে রেঙ্গুন জেলায় অবস্থিত। এখানে প্রায় ৯০০০ থেকে ১০,০০০ বন্দী রয়েছে, যার মধ্যে ৩০০ জন রাজবন্দী। আর এতজন বন্দীর জন্য মাত্র ৩ জন ডাক্তার রয়েছে। এটা বার্মার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটা কারাগার, যেখানে অং সান সুকিকে বন্দী করে রাখা হয়েছিল।