সঠিক উত্তর হচ্ছে: ৫৭ নদীর পানি
ব্যাখ্যা: পানি জাদুঘরে যমুনা, বুড়িগঙ্গা, পদ্মা, আন্ধারমানিক, মেঘনা সহ ৯০টির অধিক নদীর পানির নমুনা সংরক্ষিত আছে। আর জাদুঘরের সামনে নদী মরে যাওয়ার প্রতীক হিসাবে অর্ধেক বালুতে ডোবানো অবস্থায় একটি নৌকা রাখা আছে, যা একটি নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথে দেশের পরিবেশের উপর নদীর গুরুত্বপূর্ণ ভূমিকাকে নির্দেশ করছে।