সঠিক উত্তর হচ্ছে: ১৯২৬ সালে
ব্যাখ্যা: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালিঘাটে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন৷ তবে তার পৈতিৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তিনি মাত্র ২১ বছর (২০ বছর ৯ মাস) বয়সে ১৯৪৭ সালের ১৩ মে মারা যান। তার রচিত গ্রন্থসমূহ হলো হরতাল, ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া ইত্যাদি৷ (সূত্রঃ Hello BCS লেকচার)