ব্যাখ্যা: ড্যাস চিহ্ন (-)\nযৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: তোমরা দনিদ্রের উপকার কর-এতে তোমাদের সম্মান যাবে না-বাড়বে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।