সঠিক উত্তর হচ্ছে: মধুমালা
ব্যাখ্যা: পল্লী কবি হিসেবে খ্যাত জসীমউদদীন রচিত \'মধুমালা \' একটি নাটক। তাঁর রচিত অন্যান্য নাটকগুলো হলো- পদ্নাপার, পল্লীবধূ , বেদের মেয়ে, গ্রামের মেয়ে ইত্যাদি। তাছাড়া তাঁর রচিত বিখ্যাত কাব্য হলো- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, সকিনা, মা যে জননী কান্দে, রাখালী, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না ইত্যাদি। \'কালের যাত্রা\' নাটকটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]