সঠিক উত্তর হচ্ছে: ২৩ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: আরাকানে গণহত্যা বন্ধে ICJ\'র নির্দেশ\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? গাম্বিয়া কর্তৃক মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়েরকৃত মামলার অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করে ICJ— ২৩ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। মামলা দায়ের করা হয়— ১১ নভেম্বর এবং শুনানি হয়— ১০-১২ ডিসেম্বর ২০১৯\r\n\r\n? এ আদেশ ঘোষণা করেন— ICJ’র প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকোয়াই আহমেদ। \r\n\r\n? ২৫ পৃষ্ঠার লিখিত আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে চার দফা নির্দেশ দেন। অর্ন্তবর্তী চার দফা নির্দেশ— \r\n\r\n এক. গণহত্যা সনদ অনুযায়ী, রোহিঙ্গাদের হত্যাসহ সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। \r\n\r\n দুই. সেনাবাহিনী বা অন্য কেউ যাতে গণহত্যা সংঘটন, ষড়যন্ত্র বা উসকানি দিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।\r\n\r\n তিন. গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব সাক্ষ্য-প্রমাণ রক্ষা করতে হবে।\r\n\r\n চার. চার মাসের মধ্যে আদেশ অনুযায়ী, মিয়ানমারের যেসব ব্যবস্থা নিয়েছে, তা আদালতকে জানাতে হবে। \r\n\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nমিয়ানমার ICJ’র রায় মেনে চলতে বাধ্য। রায়ের বিরুদ্ধে আপীলের সুযোগ নাই। \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆