সঠিক উত্তর হচ্ছে: ১৭৭0 সালে
ব্যাখ্যা: ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে \'ছিয়াত্তরের মন্বন্তর\' বলা হয় ।\nবঙ্গাব্দ = খ্রিস্টীয় বর্ষ-৫৯৪ ( ১জানুয়ারি-১৩ এপ্রিল হলে) /// বঙ্গাব্দ = খ্রিস্টীয় বর্ষ-৫৯৩ ( ১৪ এপ্রিল -৩১ ডিসেম্বর )