সঠিক উত্তর হচ্ছে: পিতৃ + আলয় = পিত্রালয়
ব্যাখ্যা: প্রথম পদের শেষে ‘ঋ-ধ্বনি’ এবং দ্বিতীয় পদের প্রথমে ‘ঋ-ধ্বনি’ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে, ঋ-ধ্বনির জায়গায় ‘র-ফলা’ হয় এবং অন্য স্বরধ্বনির চিহ্ন পূর্বপদের শেষ বর্ণের সাথে যুক্ত হয়।\n\nপিতৃ + অনুমতি = পিত্রনুমতি\nপিতৃ + আলয় = পিত্রালয় [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক: ১৫; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]\nমাতৃ + আদেশ = মাত্রাদেশ।\nপিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা।