নিচের অপশন গুলা দেখুন
- অন্নদামঙ্গল
- চণ্ডীমঙ্গল
- ধর্মমঙ্গল
- কালিকামঙ্গল
অন্নদামঙ্গল কাব্যের ভাগ ৩টি।
যথা -
১. অন্নদামঙ্গল
২. বিদ্যাসুন্দর
৩. ভবানন্দ-মানসিংহ কাহিনী
উল্লেখ্য,
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি আঠারো শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।