সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৪ সালে
ব্যাখ্যা: অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি। উপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়। জাতিসংঘের Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ অঞ্চল পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে ১৯৯৪ সালের ১ নভেম্বর অছি পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে। [তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]