সঠিক উত্তর হচ্ছে: ট্রিম্যান
ব্যাখ্যা: \'এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস\' নামক এক বিরল প্রজাতির রোগ । এ রোগটি \'ট্রি - ম্যান (বৃক্ষ মানব ) সিনড্রোম \' নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিডি) সংক্রমণে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত - ব্যক্তির হাত - পা অনেকটা গাছের শিকড়ের মত আকার নেয়। সারা বিশ্বে এ পর্যন্ত চারজন ট্রি - ম্যান (বৃক্ষমানব ) সিনড্রোম আক্রান্ত ব্যক্তির তথ্য জানা যায়।