সঠিক উত্তর হচ্ছে: ক্রনোমিটার
ব্যাখ্যা: ক্রনোমিটার দিয়ে নাবিকগণ সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করতেন।\nকিন্তু ক্রনোমিটার দিয়ে সূক্ষ্ম সময় পরিমাপ করা হয়।\nসেক্সট্যান্ট দিয়ে অক্ষাংশ নির্ণয় করা হয়।\nকম্পাস দিক নির্দেশক।\nসিস্মোগ্রাফ ভূমিকম্পন এর মাত্রা পরিমাপক।