সঠিক উত্তর হচ্ছে: লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয় না
ব্যাখ্যা: বাক্যে অশুদ্ধ শব্দের প্রয়োগে বাক্য অশুদ্ধ হয়।\nবাক্যশুদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক বাংলা বানান। এছাড়া বাচ্যজনিত ভুল, বাহুল্যজনিত ভুল, লিঙ্গজনিত ভুল, বিভক্তিজনিত ভুল, বচন ও সমাস ঘটিত অশুদ্ধি, প্রত্যয়, সন্ধি ইত্যাদি জনিত কারণেও বাক্য অশুদ্ধ হয়।\nএখানে নয় না বাহুল্যজনিত কারণে বাক্য অশুদ্ধ হয়েছে।\n[তথ্যসূত্রঃ ভাষা- শিক্ষা, ড. হায়াত মামুদ]