সঠিক উত্তর হচ্ছে: কাজটি ভালো দেখায় না
ব্যাখ্যা: যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে। যেমনঃ কাজটি ভালো দেখায় না, বাঁশি বাজে এ মধুর লগনে, সুতি কাপড় অনেকদিন টেকে। এদিকে, আমার খাওয়া হল না, আমাকে এখন যেতে হবে, তোমার দ্বারা এ কাজ হবে না, এ বাক্যগুলো ভাববাচ্যের বাক্য। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণী]