সঠিক উত্তর হচ্ছে: পরপদ
ব্যাখ্যা: সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে পরপদ বলা হয় ।\n\nসমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাস যুক্ত পদ এর প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তর পদ বা পরপদ। সমস্ত পথকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার নাম ব্যাসবাক্য।