সঠিক উত্তর হচ্ছে: ১০ই এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করা, ভারতে আশ্রয়গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালির দেখাশোনা এবং বহির্বিশ্বে বাঙ্গালি জাতির ভাবমূর্তিকে তুলে ধরার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ‘প্রবাসী সরকার’ (Government-in-Exile) গঠনের চিন্তা-ভাবনা চলতে থাকে। ১৯৭১ সালের ১০ ই এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১ম সরকার গঠন করা হয়। ১১ ই এপ্রিল, তাজউদ্দিন আহমদ অল ইন্ডিয়া রেডিওর শিলিগুড়ি কেন্দ্রকে “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” হিসেবে উল্লেখ করে সেখান থেকে ভাষণ প্রদান করেন। এর ফলে বোমা হামলা হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল। বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রাম (বর্তমান নাম মুজিবনগর)। মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল ৫টি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। যথা- \r\n ক. আওয়ামী লীগ, \r\n খ. ন্যাপ (ভাসানী), \r\n গ. ন্যাপ (মোজাফফর), \r\n ঘ. বাংলাদেশ জাতীয় কংগ্রেস এবং \r\n ঙ. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।