সঠিক উত্তর হচ্ছে: TV রিমোর্ট কন্ট্রোল
ব্যাখ্যা: যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (Infrared)।এটি খালি চোখে দেখা যায় না।সাধারণত টিভি রিমোর্ট কন্ট্রোল, পিসির তারবিহীন কীবোর্ড ও মাউস ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।\n[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই সপ্তম শ্রেণী]