সঠিক উত্তর হচ্ছে: Android
ব্যাখ্যা: স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়।যেমন- এন্ড্রয়েড , ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি।ওপেন আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি , সিম্বিয়ান ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই নবম দশম শ্রেণী ]