সঠিক উত্তর হচ্ছে: সহিষ্ণুতা
ব্যাখ্যা: গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হলো সহিষ্ণুতা।অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা, অন্যকে তার অভিমত ব্যক্ত করার সুযোগ প্রদানই হলো সহিষ্ণুতা। এজন্যেই গণতন্ত্র মানে হলো সংখ্যাগরিষ্ঠের শাসন ও সংখ্যালঘুর অধিকার।(সূত্র: ব্রিটানিকা)