নিচের অপশন গুলা দেখুন
- ১৯১৭-১৯২১ সাল
- ১৯১৭-১৯১৮ সাল
- ১৯১৮-১৯২২ সাল
- ১৯১৮-১৯২০ সাল
➣ রুশ বিপ্লবের ফলে ১৯১৮ সালে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান হয়; পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ বলকান অনেকগুলো রাষ্ট্র স্বাধীন হয় এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র (Russian Soviet Federative Socialist Republic) প্রতিষ্ঠিত হয়। ১৯১৮ - ২২ সাল পর্যন্ত লেনিনের নিয়ন্ত্রিত \'রেড আর্মি\' ও \'হোয়াইট রাশিয়ান\' (anti-communists) দের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। এতে রেড আর্মি বিজয়ী হয়ে সমাজতন্ত্রের ভিত মজবুত করে।
১৯২২ সালে যুদ্ধে জয়ী হয়ে লেনিন \'সোভিয়েত ইউনিয়ন\' (Union of Soviet Socialist Republics - USSR) গঠন করেন। রাশিয়ার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হোয়াইট রাশিয়ানদের সহযোগীতা করেছিলো এবং তখন থেকেই মূলত \'স্নায়ুযুদ্ধ\' (Coldwar) - এর সূত্রপাত হয়।
উৎসঃ HelloBCS Content (upcoming)