সঠিক উত্তর হচ্ছে: ICSID
ব্যাখ্যা: ☼ IBRD\r\n → পূর্ণরূপ : International Bank for Reconstruction and Development. (পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক) \r\n → প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। \r\n → IBRD কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালে। \r\n → বিশ্ব ব্যাংক বলতে বোঝায় IBRD কে। \r\n → প্রতিষ্ঠানটি মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে সরকারিভাবে ঋণ ও আর্থিক সহায়তা দেয়। \r\n → সংস্থাটির সদস্য সংখ্যা- ১৮৯টি। \r\n → ১৫-২০ বছর মেয়াদে ঋণ দেয়। \r\n → বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\n\r\n☼ IFC: International Finance Corporation\r\n → IFC প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ খ্রিষ্টাব্দে। \r\n → উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে ‘বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে’ কাজ করে। বেসরকারি খাতের প্রকল্পে অর্থায়ন করে। \r\n → আন্তর্জাতিক ‘আর্থিক বাজার উন্নয়নে’ কাজ করে। \r\n → বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ খ্রিস্টাব্দে \r\n\r\n☼ IDA: International Development Association\r\n → IDA প্রতিষ্ঠিত হয়- ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ খ্রিস্টাব্দে। \r\n → Soft loan window বলা হয় IDA এর ঋণকে। কারণ সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।\r\n → এটি ৩০-৪০ বছরের জন্য ঋণ দেয়। সুদের হার- ০.৫-০.৭৫%। \r\n → বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭২ সালে। \r\n\r\n☼ ICSID \r\n → পূর্ণরূপ : International Centre for Settlement of Investment Disputes \r\n → প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে। সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি\r\n → সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে। \r\n → বাংলাদেশ ১৯৮০ সালে এটির সদস্যপদ লাভ করে। \r\n\r\n☼ MIGA\r\n → MIGA প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ খ্রিস্টাব্দে। \r\n → উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে। \r\n → বর্তমান সদস্য- ১৮১টি। \r\n → বাংলাদেশ ১৯৮৮ সালে এই সংস্থার সদস্যপদ লাভ করে।