সঠিক উত্তর হচ্ছে: খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে
ব্যাখ্যা: আর্যদের আদি নিবাস ছিলো ইউরাল পর্বতমালার দক্ষিণে বর্তমান ইরান ও কিরগিজস্থানে। সেখান থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার বছর অব্দে আর্যরা ভারতে আগমন করে।
আর্যরা বাংলাকে অপবিত্র মনে করতো বিধায় দীর্ঘদিন তারা বাংলা ভূখণ্ডে প্রবেশ করেনি। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ থেকে আর্যরা বাংলায় প্রবেশ ও বসতি স্থাপন করতে শুরু করে।
প্রথমে তারা গাঙ্গেয় উচ্চভূমিতে বসতি স্থাপন করে। পরবর্তীতে গাঙ্গেয় নদী অঞ্চলে আর্যদের প্রভাব বিস্তৃত হলেও এরা বাংলার অনার্য জনগোষ্ঠীর সাথে গভীরভাবে মিশেনি।
যার কারণে বাঙালি জাতির গঠন প্রক্রিয়ায় অনার্য জাতিগোষ্ঠী ‘অস্ট্রিক ও দ্রাবিড়’দের প্রভাব বেশি পরিলক্ষিত হয়।
বাংলায় পাল আমলে আর্য সংস্কৃতি বিকাশ লাভ করে।
(সূত্র: বাংলাপিডিয়া)