সঠিক উত্তর হচ্ছে: 6°-10°
ব্যাখ্যা: কোনও গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, তাকে ওই দর্পণের উন্মেষ (Aperture) বলা হয়। ওই সরলরেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকে ওই দর্পণের কৌণিক উন্মেষ (Angular aperture) বলা হয়।\nগোলীয় দর্পণের আলোচনায় সর্বদা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ ব্যবহার করা উচিত। যদি দর্পণের বক্রতা কেন্দ্রতে উৎপন্ন কোণ 10° অপেক্ষা কম হয়, তবে ওই দর্পণকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে গন্য করা হয়।