সঠিক উত্তর হচ্ছে: বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার \'ভোরের পাখি\' বলে আখ্যায়িত করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃস্বপ্নদর্শন,সঙ্গীতশতক,বঙ্গসুন্দরী,নিসর্গ সন্দর্শন,বন্ধুবিয়োগ,প্রেমপ্রবাহিনী, সারদামঙ্গল,সাধের আসন,মায়াদেবী,ধূমকেতু, নিসর্গসঙ্গীত, বাউল বিংশতি, গোধূলি।সূত্রঃ
https://bn.wikipedia.org/wiki/বিহারীলাল_চক্রবর্তী