সঠিক উত্তর হচ্ছে: দোআঁশ মাটি
ব্যাখ্যা: দো-আঁশ মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে।\n\nযে মাটিতে বালি পলি ও কর্দম কণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে দোআঁশ মাটি বলে। তবে দোআঁশ মাটিতে অর্ধেক বালি এবং বাকি অর্ধেক পলি ও কর্দম কনার মিশ্রন থাকা বাঞ্ছনীয়।