সঠিক উত্তর হচ্ছে: ম্যাজিনো লাইন
ব্যাখ্যা: ম্যাজিনো লাইন হল জার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।ডুরাল্ড লাইন হল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন হল প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও রেখা পর্যন্ত পশ্চাৎপদসারণ করেছিল। এটি জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।এদিকে, ম্যাকমোহন লাইন হল স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত লাইন। [সূত্রঃ ওয়ার্লড এটলাস]