সঠিক উত্তর হচ্ছে: পড়াতাম
ব্যাখ্যা: নিত্যবৃত্ত অতীত কাল হচ্ছে অতীত কালের একটা প্রকারভেদ যে অতীত কালে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়। যেমন- আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম। ছোটবেলায় আমি ফাইমাকে ইংরেজি পড়াতাম।