সঠিক উত্তর হচ্ছে: ১৫টি ও ৪৪০টি
ব্যাখ্যা: দ্বিতীয় ভার্সাই চুক্তি :- 1919 সলের 28 জুন ভার্সাই রাজপ্রাসাদে মিত্রবাহিনীর নেতৃবৃন্দের সাথে জার্মানি আলোচনায় অংশগ্রহন করে। সেদিন মিত্রবাহিনীর কর্তৃক গৃহীত শান্তি চুক্তি পত্রে জার্মানি স্বাক্ষর করে। দুইশত পৃষ্ঠা সম্বলিত ইংরেজি ও ফরাসী ভাষায় লিখিত চুক্তিতে 15টি অধ্যায়ে 439 টি ধারা সন্নিবিষ্ট আছে।